নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ নরসিংদীর শিবপুর জনকল্যাণ সমিতির উদ্যোগে নরসিংদীর জেলা আইনজীবী সমিতির হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মনজুর এলাহী, প্রধান পৃষ্ঠ পোষক শিবপুর জনকল্যাণ সমিতি, ও সদস্য সচিব নরসিংদী জেলা বিএনপি। তিনি বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন এক দাওয়াতে মাজলুম দুঃখী ব্যক্তির দোয়া, ২ দাওয়াত মুসাফিরের দোয়া, তিন সন্তানের জন্য মা-বাবার দোয়া, তিনি পবিত্র রমজান উপলক্ষে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠানে ইসলামিক বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। আলহাজ্ব এডভোকেট আব্দুল মান্নান ভূঁইয়া, সভাপতি শিবপুর জন্য কল্যাণ সমিতি ও সভাপতি নরসিংদী জেলা আইনজীবী সমিতি এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, আলহাজ্ব আরিফুল ইসলাম মৃধা সাবেক চেয়ারম্যান শিবপুর উপজেলা পরিষদ, শিবপুর জনকল্যাণ সমিতির পৃষ্ঠপোষক আকরাম হোসেন, স্বপ্ননীড় পোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সুমন, অ্যাডভোকেট আব্দুল হান্নান পিপি, এডভোকেট শরিফুল ইসলাম দর্পণ, মোঃ রকিব উদ্দিন মোল্লা, অধ্যক্ষ আব্দুল বাতেন মিয়া, এ কে এম ফজলুল হক লিটন, সাধারণ সম্পাদক শিবপুর জনকল্যাণ সমিতি, শিবপুর জনকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন, এডভোকেট হাবিবুল্লাহ সিকদার ধর্ম বিষয়ক সম্পাদক শিবপুর জনক কল্যাণ সমিতি। মোঃ জাকির হোসেন মোল্লা আহবায়ক ইফতার ও দোয়া মাহফিল শিবপুর জনকল্যাণ সমিতি, মোঃ মোয়াজ্জেম হোসেন খান সদস্য সচিব ইফতার ও দোয়া মাহফিল আয়োজক, ডাক্তার মোস্তফা কামাল তপন ও কামরুজ্জামান কামরুল প্রমুখ। ইফতার মাহফিলে নরসিংদীতে বসবাসকারী শিবপুর উপজেলার সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষনীয়।
আলোচনা শেষে, দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
