মুহাম্মদ মুছা মিয়া:

নরসিংদীর মাধবদী শ্যামতলীতে জমি সংক্রান্ত বিরোধে  প্রতিপক্ষের হামলায় নারী-শিশুসহ প্রায় ১০ জন আহত হয়েছে। গতকাল সকালে আমিনুল, সুমন, ইউসুফ গংদের হামলায় এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবী করেন ভোক্তভোগীরা। এঘটনায় আব্দুল হালিম বাদি হয়ে মাধবদী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আব্দুল হালিম লিখেন ১২ মার্চ সকাল ১০টায় শ্যামতলীর জাকির হোসেনের পুত্র আমিনুল(২৫) , ওমর আলীর পুত্র সুমন মিয়া(৩০), ইউসুফ(২৭), নুরে খোদা, জাকির হোসেনের পুত্র আমানুল্লাহ, আব্দুল আহাদ(ডেঙ্গু) এর পুত্র জাকির হোসেন, ওমর আলী, ঝিরকুটিয়া গ্রামের মঞ্জুর ইসলামের পুত্র রাকিব, পিতা অজ্ঞাত সিরাজুলসহ আরও লোকজনের সহায়তায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরিয়া লাঠিসোঠা, লোহার রড, রাম দা, চাপাতি নিয়ে হামলা করে। এসময় হামলায় নারী শিশুসহ প্রায় ১০ জন গুরুতর আহত হয়। বাড়ি ও টেক্সটাইলে ঢুকে হামালাকারীরা এন্ড্রয়েড মোবাইল সেট, ৩ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং ভাংচুর করিয়া প্রায় ৫০ হাজার টাকার মূল্যের সম্পদ নস্ট করে। এঘটনার পর থেকে এখনো পর্যন্ত বিভিন্ন রকমের হুমকি দিয়ে আসছে। তাই ভুক্তভোগী এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *