নিজস্ব প্রতিবেদক
অবশেষে ২৮ মার্চ শুক্রবার ছুটির দিনে এমপিওভূক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।
সকল জল্পনা কল্পনা শেষে গত ২৭ মার্চ বৃহস্পতিবার শেষ কর্মদিবসে বিকেল থেকে সারা দেশের ন্যায় নরসিংদী জেলার স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন বোনাস ইএফটির মাধ্যমে ব্যাংক হিসেবে জমা হয়।
ব্যাংক কোম্পানী আইন ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ আবদুল মান্নান অগ্রণী ব্যাংক , সোনালী ব্যাংক ,জনতা ব্যাংক ও রূপালী ব্যাংক ২৮ মার্চ সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শিক্ষকদের টাকা উত্তোলনের সুযোগ প্রদান করেন।
অগ্রণী ব্যাংক বাজার শাখায় নরসিংদী জেলার ৮৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫০০ শিক্ষক কর্মচারীদের একাউন্ট রয়েছে। তাছাড়া অনলাইনের মাধ্যমেও অনেকে টাকা উত্তোলনের করছেন।
সরেজমিনে অগ্রণী ব্যাংকে গিয়ে দেখা যায়,দীর্ঘ লাইনে দাঁড়ি শিক্ষকরা টাকা তুলছেন। ব্যাংক কর্মকর্তারাও বিরক্ত না হয়ে হাসিমুখে সেবা দিচ্ছেন।
অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, সারাদেশ ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি হলেও শুক্রবারে শিক্ষকরা টাকা উত্তোলন করবেন আমরা আগ থেকেই প্রস্তুতি নিয়েছিলাম। শিক্ষক সমাজ অগ্রণী ব্যাংকের সম্মানিত গ্রাহক। তাই শিক্ষকদের সাথে আনন্দ ভাগাভাগি করার আমরা স্বতঃফুর্তভাবে সেবা দিচ্ছি।
সাধারচর হাই স্কুল শিবপুর সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বলেন, ২৭ মার্চ শেষ কর্মদিবসের বিকেল ৪ টাও বেতন বোনাসের ম্যাসেজ না পেয়ে হতাশায় ছিলাম। আবার পরের দিন শুক্রবার ব্যাংক বন্ধ। কিন্ত আজ টাকা তুলতে পেরে আনন্দিত। আমি ধন্যবাদ জানাচ্ছি অন্তবর্তীকালীন সরকারকে এবং সুন্দর সার্ভিস দেয়ার জন্য ব্যাংক কর্মকর্তাদের।
ফলে হতাশা ক্ষোভ ভুলে শিক্ষক পরিবারে ঈদের আনন্দ বিরাজ করছে।