নিজস্ব প্রতিবেদক
”সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম” এই হিমকে
সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীতে ‘বাংলাদেশ স্কাউটস দিবস’ উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো: বর্ণাঢ্য র‍্যালী, বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন, জাতীয় ও স্কাউটস পতাকা উত্তোলন, মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভা।

সকাল ১০টায় জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী’র নেতৃত্বে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে স্কাউটস সদস্যদের একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে স্কাউটস দিবসের শুভ উদ্বোধন শেষে জাতীয় পতাকা ও স্কাউটস পতাকা উত্তোলন করেন যথাক্রমে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা স্কাউটস্ এর সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এবং জেলা স্কাউটস কমিশনার মো: আলতাফ হোসেন নাজির ।
পতাকা উত্তোলনের পরপরই মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।


পরে প্রার্থনা সংগীতের মাধ্যমে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ”সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী’র জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম ও অতিরিক্ত পুলিশ সুুপার (সদর সার্কেল) মো: আনোয়ার হোসেন।


অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম আবদুল খালেক, জেলা স্কাউটস কমিশনার মোঃ আলতাফ হোসেন নাজির, জেলা রোভার সম্পাদক আব্দুল বাতেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্কাউটস সম্পাদক মনজিল এ মিল্লাত ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, এনডিসি শিহাব সারার অভী,
সহকারী জেলা শিক্ষা অফিসার শরিফ রফিকুল ইসলাম, জেলা স্কাউটের সহসভাপতি তাপস কুমার দে, সদর উপজেলা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ সফিকুল ইসলাম, এলটি আকরাম সরকার সুমন , সদর উপজেলা স্কাউটসের সহসভাপতি এএলটি লিজা আক্তারসহ জেলা উপজেলা পর্যায়ের স্কাউট কর্মকর্তা ও ইউনিট লীডার , কাব স্কাউট ও রোভার উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, আগামী ১ বছরের জন্য জেলা স্কাউটস কার্যক্রম সঠিকভাবে এগিয়ে নেয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করা হবে। যেমন বৃক্ষরোপণ কর্মসূচি। পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমতো বছরজুড়েই করতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশ স্কাউট দিবস উদযাপনের মাধ্যমে কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটরা স্কাউট আইন ও প্রতিজ্ঞা যথাযথ অনুসরণে উদ্ধুদ্ধ হবে এবং বাংলাদেশ স্কাউটসের ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে নিজে জানবে এবং অন্যকে স্কাউটস আন্দোলনে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *