নিজস্ব প্রতিবেদক
৭ মে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
হযরত কাবুল শাহ নরসিংদী কালেক্টরেট পাবলিক স্কুলের শিক্ষার্থীদের স্কুল ড্রেস কেডস ও বিভিন্ন প্রকার ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাজমুল হাসান, ম্যানেজিং কমিটির সদস্য মনজিল এ মিল্লাত, আলহাজ্ব মোঃ মোস্তফা মিয়া ও আবুল হাসেম মাস্টারসহ শিক্ষকমন্ডলী। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী কমিশনার ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ এইচ এম আজিজুল হক।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ হোসেন চৌধুরী শিক্ষকদের উদ্দ্যেশ্যে বলেন, আপনারা শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো মানুষ করবেন। শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, তোমরা স্কুল ড্রেস পড়ে নিয়মিত স্কুলে যাবে। লেখাপড়া, খেলাধুলা করে ভালো মানুষ হবে। শিক্ষক ও মা বাবার কথা শুনবে। সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করবে। স্কুল ড্রেস পরিস্কার পরিচ্ছন্ন রাখবে। তোমাদের যা প্রয়োজন আমাকে বলবে।
২০১ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস কেটস এবং ক্রীড়া সামগ্রীর মধ্যে ১ সেট ক্রিকেট , ১টি ফুটবল, ১টি হ্যান্ডবল, ১ভলিবলও ১টি বাস্কেটবল, দাবা ২ সেট, ব্যাডমিন্টন ৪ টি, ১টি ক্যারামবোর্ড। জেলা প্রশাসকের কাছ থেকে মানসম্মত স্কুল ড্রেস জুতা ও বিভিন্ন প্রকার খেলাধুলা সামগ্রী পেয়ে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা খুব খুশি। এবং ০৭ জন শিক্ষককে এ্যাপপ্রোন দেয়া হয়।
উল্লেখ্য, হযরত কাবুল শাহ নরসিংদী কালেক্টরেট
পাবলিক স্কুলটি নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক
পরিচালিত একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের শিশুরা বিনা বেতনে অধ্যয়ন করে। শিক্ষার্থীদের স্কুল ড্রেস ,স্কুল ব্যাগ ,ছাতা, জুতাসহ শিক্ষা উপকরণ জেলা প্রশাসন সরবরাহ করে। জেলা প্রশাসন নরসিংদীর এই মহতী উদ্যোগটি সারাদেশে মডেল হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *