নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ একমাসব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তীব্র ছাত্র আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ, দেশত্যাগ এবং অন্তর্বর্তী সরকার গঠন, পুলিশের কর্মবিরতিতে নরসিংদী জেলার আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে নরসিংদী প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নরসিংদী জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুব্রত কমার দাস।
তিনি বলেন, ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে অন্তর্বর্তী কালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বক্তব্যে আমরা আনন্দিত উজ্জীবিত। আরেক প্রশ্নের উত্তরে বলেন, গত ১০ আগস্ট নরসিংদীর সেনা কমান্ডিং অফিসার লেঃ কর্নেল ফাহিম এর সাথে নরসিংদী জেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় আমরাই ভয় ডর শংকা অনেকাংশে কেটে গেছে। নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য জেলার চেয়ে ভালো।
বিএনপি জামাতসহ প্রশাসন আইনশৃংখলা বাহিনী খোঁজ খবর রাখছেন । আশা রাখছি ২/৩ দিনের মধ্যে পুলিশ বাহিনী পুরোদমে কাজে ফিরলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে। সামনে হিন্দু সম্প্রদায়ের সবশেষে বড়ো উৎসব শারদীয় দুর্গাপূজা যেন উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে সাংবাদিক সমাজসহ সকলের কাজে সহযোগিতা কামনা করেন নরসিংদী জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস।
১৪ আগস্ট নরসিংদী প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, নরসিংদী জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রনব কুমার সেন্টু, গ্রন্থনা প্রকাশনা সম্পাদক তপন কুমার আচার্য্য, রায়পুরা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস প্রমুখ।