ক্রীড়া প্রতিবেদক
নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী বলেছেন, শিশু দেরকে লেখা পড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। শরীরীক ভাবে সুস্থ থাকতে হবে। ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তারাই একদিন এই দেশ ও রাষ্ট্র পরিচালনা করবে। তিনি মঙ্গলবার শিবপুরে চাইল্ড হেভেন একাডেমির বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে এসব কথা বলেন। খেলা উদ্বোধন করেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার। সভাপতিত্ব করেন চাইল্ড হেভেন একাডেমির সভাপতি মোঃ এনামুল হক। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুন্নেছা। সার্বিক সহযোগিতায় ছিলেন মো: জাকির হোসেন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ মোজ্জামেল হক মোল্লা, শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি, সহকারী শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া প্রমুখ। খেলা পরিচালনা করেন প্রধান শিক্ষক মুর্শিদা আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *