নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ প্রাঙ্গণে নকশিসের বিশাল আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি মজিদমোল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবদুল কাদির মোল্লা। সভাপতিত্ব করেন নরসিংদী জেলা স্কুল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান ।
বিশেষ মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন সৈয়দ আমীরুল হক শামীম, প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, প্রফেসর কালাম মাহমুদ, শিক্ষক নেতা বিজি রশিদ নওশের, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, জেলার ভারপ্রাপ্ত শিক্ষাকর্মকর্তা মো. আকরাম হোসেন, অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম,নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক ফোরামের সভাপতি মনির হোসেন, নবধারা শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা মোতাহার হোসেন অনীক, সংগঠনের সাধারণ সম্পাদক মো.তোফাজ্জল হোসেন প্রমুখ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া ইফতার মাহফিলে নকশিসের জেলা ও উপজেলা পর্যায়ের সদস্যরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। শিক্ষাক্ষেত্রে সুশিক্ষা প্রবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে অবদান রাখার জন্য অঙ্গিকার ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে সকলের জন্য জমকালোভাবে ইফতার ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *