• Facebook
  • X
  • Instagram
  • Pinterest
  • WhatsApp
  • RSS Feed
  • TikTok
আজকের খোঁজ খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • নরসিংদীর খবর
  • সারাদেশ
  • অপরাধ
  • আন্তর্জাতিক
  • খেলা
Search

নরসিংদী সদর উপজেলা পিএফজি ‘র আয়োজনে আন্তঃ ধর্মীয় সংলাপ

January 28, 2025

নিজস্ব প্রতিবেদক
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এই শ্লোগানকে নিয়ে নরসিংদী সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি সকাল ১১টায় নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর পবিত্র কোরান থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা হতে পাঠ করা হয়।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) নরসিংদী সদর এর অ্যাম্বাসেডর এম মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে উদ্বোধনী বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি’র আহবায়ক সাবেক সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ রফিক উল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন নরসিংদীর উপপরিচালক মোঃ ইউসুফ আলী, নরসিংদী সাটিরপাড়া কালিকুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব। অনুষ্ঠান পিএফজি কোঅর্ডিনেটর হলধর দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের ডেপুটি ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর লুবনা।
উক্ত সংলাপে সম্প্রীতির অভিযাত্রা বিষয়ক প্রবন্ধ পাঠ করেন পিএফজির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ খন্দকার এবং ঘোষণাপত্র পাঠ করেন সাংবাদিক পিএফজির সদস্য মোঃ মনিরুজ্জামান। এতে অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুরোহিত কল্যাণ সমিতির প্রশিক্ষক তপন কুমার আচার্য, বাঘহাটা জামে মসজিদের খতিব মুফতি শামসুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম এবং মন্দিরের পুরোহিত, পিএফজি’র অ্যাম্বাসেডর মকবুল হোসেনসহ অন্যান্যরা।
ড. বদিউল আলম মজুমদার বলেন, বাংলাদেশ শান্তি-সম্প্রীতির দেশ। নরসিংদী সদরের শান্তি-সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সকল ধর্মীয় নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে কাজ করতে হবে। তিনি নরসিংদী সদর পিএফজির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
খায়রুল কবির খোকন বলেন, নরসিংদী জেলা আবহমান কাল থেকে সম্প্রীতির জনপদ। সাম্প্রদায়িক অপশক্তি এই সম্প্রীতি বিনষ্ট করতে সব সময় তৎপর। এই সম্প্রীতি বজায় রাখতে সকলকে সজাগ থাকতে হবে। আমাদের সকলকে মনে রাখতে হবে ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমরা সবসময় এই সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশকে এগিয়ে নেবো এটাই হোক আমাদের আজকের প্রত্যয়।
মুহাম্মদ রফিক উল ইসলাম বলেন, ইসলামের নবী করিম (সাঃ) এক ইহুদীর লাশের প্রতি সম্মান প্রদর্শন করে অন্য ধর্মের লোকজনের প্রতি মানবিক আচরণের নজির রেখে গেছেন। কারণ, ইসলাম শান্তির ধর্ম। প্রকৃত ধার্মিক কখনো সাম্প্রদায়িক হতে পারে না। আমাদের ইসলামের মর্মবাণী ধারণ করে সকল মানুষকে ভালোবেসে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান থেকে সকল অংশগ্রহণকারী ও ধর্মীয় নেতৃবৃন্দ উগ্রবাদ-জঙ্গিবাদ মুক্ত সামাজিক সম্প্রীতির নরসিংদী সদর গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে উপজেলার আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সর্বসম্মতিক্রমে ১১ টি ঘোষণা সম্বলিত ঘোষণাপত্রে উপস্থিত অংশগ্রহণকারীগণ স্বাক্ষর করেন।

খুজুন

সর্বশেষ

  • দুর্ঘটনার শিকার সাংবাদিক মজিবুর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

    দুর্ঘটনার শিকার সাংবাদিক মজিবুর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

    November 12, 2025
  • বাংলাদেশ সরঃ প্রাঃ বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক শাহরুখ ইতিয়াক খান সাকিব নির্বাচিত

    বাংলাদেশ সরঃ প্রাঃ বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক শাহরুখ ইতিয়াক খান সাকিব নির্বাচিত

    November 11, 2025
  • পিনাকল চাটার্ড স্কুল এন্ড কলেজে স্কাউট ডে ক্যাম্প -২০২৫ অনুষ্ঠিত

    পিনাকল চাটার্ড স্কুল এন্ড কলেজে স্কাউট ডে ক্যাম্প -২০২৫ অনুষ্ঠিত

    November 6, 2025
  • প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলধারায় অন্তর্ভূক্তি করে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে -আসমা জাহান সরকার

    প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলধারায় অন্তর্ভূক্তি করে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে -আসমা জাহান সরকার

    November 3, 2025
  • প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলধারায় অন্তর্ভূক্তি করে দক্ষ জনসম্পদে পরিণত করতে হবে – আসমা জাহান সরকার

    প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলধারায় অন্তর্ভূক্তি করে দক্ষ জনসম্পদে পরিণত করতে হবে – আসমা জাহান সরকার

    November 3, 2025

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

ক্যাটাগরি

  • Uncategorized (6)
  • অপরাধ (4)
  • আন্তর্জাতিক (3)
  • খেলা (16)
  • জাতীয় (308)
  • নরসিংদীর খবর (310)
  • ফিচার (6)
  • সারাদেশ (299)

সম্পাদক ও প্রকাশক

সম্পাদক: মনজিল এ মিল্লাত, প্রকাশক: নাছিমা বেগম

মোবাইল: 01715134082, 01521311299

ইমেইল:ajkerkhojkhabor@gmail.com

অফিস: ৪৮ তরোয়া, নরসিংদী-১৬০০.

Scroll to Top